Tuesday, March 12, 2013

আমার পতাকা



আমার পতাকায় আমার হৃৎপিণ্ড। আমার স্বাধীন বাংলাদেশ স্বগৌরবে মূর্ত হয়ে আছে আমার পতাকায়।
লাল যে অংশ। সেটাই আমার ভিত্তি-আমার খুন। তা-ই আমার সম্পদ। আমার প্রাণ রক্ষক, আমার কবজ... । আমার আছে চির সবুজ ভূমি। নরপিশাচ দল এ ভূমি হতে পিছলে যায় বারংবার , বারবার... । দাঁড়াতে পারবেনা কোন অশুভ শক্তি আমার বক্ষে। পরীক্ষিত এ বক্ষ দাঁড়াতে দেবেনা... । আমার মাথার ওপর নীল আসমান স্বাক্ষি হয়ে আছে আদিকাল হতে, ৭১ পর্যন্ত। এটাই আমার পরিচয়-আমার লালাসবুজের পতাকা। সালাম তোমায়...

No comments:

Post a Comment