Thursday, March 28, 2013

How beautiful my country is !

All price to my creator who create my land ! It's my evergreen land . bangladesh , my motherland my beautiful dreamland . I love it such a child loves her mother . Cause its my mother .
Now it is spring . The first day of spring we called "pohela boishakh" . New couples are wearing the yellow dress in this day . So it's everywhere yellow in the country including our firm-land .
We are the dreaming nation .We love dreaming...
                              Thanks everyone for being with me. Goodbye.

Saturday, March 16, 2013

সামনে কী আবার আলো ?

কথায় বলে - ইচ্ছা থাকলে উপায় হয় । পৃথিবীর মোস্ট ডিমান্ডেবল একটি সাবজেক্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ।- স্বাভাবিক ভাবেই এবার চাকরির পালা (চাকর+ই = ই ই ই !!!) । এইবার কই যাই ?? কারন সারা জীবনে কক্ষনই ভাবিনি আমাকে কারো অধীনে কাজ করতে হবে । এইতো এই সেই দিনও না । অথচ আমি আজ পরাধীনতার জেলে যাবার একপদ দূরেই মাত্র ! কী সাংঘাতীক !! কী সাংঘাতীক !!! কাব্যিক মন হঠাতই তীব্র বিদ্রোহ করে বসলো । বাসায় কিছুতেই বোঝাতে সক্ষম হতে পারলাম না যে "আমি কেন জবের জন্য চেষ্টা করছি না ?"

ভাবছি কী করে এর সমাধান করা যায় ? জীবনে বহু সমস্যাকে সফলতার সাথে 'আরো ভালো কিছুর বিনিময়ে' পাশ কাটিয়ে গেছি, কেবল নিজের মনের মতন হয়নি বলে । আমি মনে করি যা করব তা আমার মনের মতন করে করবো ।
তাহলে এখন উপায় ?- কী করে ভাংবো আমি এই খাঁচা ?

এমন সময় আমার বহু শখের একটা পেশাকে বেছে নেবার সুযোগ খোদ আল্লাহ যেন আমার সামনে হাজির করলেন ! অবাক হয়ে দেখে গেলাম কী করে আমার কাঙ্ক্ষিত ঠিকানা দেখিয়ে দেয়া হচ্ছে ! আর, কতই না ব্যাস্ততায়-আকুলতায় !!! সত্যি ভাগ্য যখন প্রসস্ত হয়... যাতীয় ব্যাপার-স্যাপার আর কি ।
পেশার নাম ফ্রীল্যান্সিং ।

বছর আগে ওয়েব ডিজাইনের জন্য প্রচুর খেটে কাউকে সাথে না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলাম । সেই হালই ফিরে এসে আমার বিক্ষিপ্ত নৌকার হাল হয়ে দারুন তেজ এনে দিতে চাইছে যে ফের ! আর সেই তেজদূত আমিনুর রহমান ভাই ।



তবে আমি কি সত্যি আমার আমিতে প্রত্যাবর্তণে স্বক্ষম হব ??


সকলের কাছে দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবেন- আমি আর্থিক ভাবে সফল হয়ে আমাদের দেশের সাংস্কৃতীক অঙ্গনে ভূমিকা রাখতে চাই ।

Friday, March 15, 2013