Friday, March 15, 2013

আমার কবিতা

আমার দেশ বাংলাদেশ


আমার একটি আকাশ আছে
ক্যানভাস হয়েছে যে মানস পটে
যেখানে সোনার তুলিতে এঁকেছি
আমার মায়ের মুখশ্রী
আমার মায়ের নাম রেখেছি বাংলাদেশ
পৃথিবীর হেন কলা আমার মায়ের পদ-চুম্বক
তাবত বাঁশরীর কুশল শৈলী
নূপুর-নিক্বণ হারিয়ে ফেলেছে হেথায়...
আমার যে দেশ এটা !
আমার দেশ বাংলাদেশ ।

-সালেহ আরিফ

No comments:

Post a Comment